ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে এমরান হোসেন নিরব (২২) নামে এক যুবলীগ কর্মীকে গুলি করেছে একদল দুর্বৃত্ত।

রোববার (৩১ জানুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।



গুলিবিদ্ধ এমরান কাশিপুর গ্রামের আবুল ফজলের ছেলে ও স্থানীয় যুবলীগের একজন কর্মী। গুরুতর আহত অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমরানের বাবা আবুল ফজল বাংলানিউজকে জানান, রাতে তার ছেলেকে ঘর থেকে ডেকে বাইরে নিয়ে যায় কয়েকজন। পরে এমরানের কোমরে গুলি ও হাতে-পায়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তারা। এসময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২৩০৮ ঘন্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।