ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত

কুমিল্লা: জেলার চৌদ্দগ্রামে দু’টি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গোলাম রসুল সুমন (৩৪) নামের এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।



রোববার (৩১ জানুয়ারী) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে উপজেলার লাটিমী রাস্তার মাথা সংলগ্ন আইডিয়াল পেট্রোল পাম্প এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমন উপজেলার আলকরা ইউনিয়নের কাইচ্ছুটি গ্রামের শফিক মিয়ার ছেলে।

আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জিয়াউদ্দিন। তিনি নিহত সুমনের বন্ধু ও দুর্ঘটনা কবলিত একটি মোটর সাইকেলের আরোহী ছিলেন। তিনিও কাইচ্ছুটি গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত সুমনের মামা মোবারক হোসেন শিপন জানান, আইডিয়াল পেট্রোল পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেলের সঙ্গে সুমনের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুমনসহ চারজন আহত হন।

গুরুতর আহত অবস্থায় ফেনী নেওয়ার পথে সুমনের মৃত্যু হয়। স্বজনরা তার মরদেহ বাড়িতে নিয়ে গেছেন বলে জানান মোবারক হোসেন শিপন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ফরহাদ বাংলানিউজকে জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। বিষয়টি নিয়ে খোঁজখবর করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।