ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
নাইক্ষ্যংছড়িতে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মোর্শেদা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ক্যাংরাবিল এলাকার একটি রাবার বাগান থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।



মোর্শেদা উপজেলার ঈদগড় ইউনিয়নের হাসনাকাটা গ্রামের আলী হোসেন ফকিরের মেয়ে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সপ্তম শ্রেনির শিক্ষার্থী ছিল।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মোর্শেদার বাবা আলী হোসেন ফকির ক্যাংরবিল এলাকায় ওয়াহিদুল আলম কোম্পানির রাবার বাগানে শ্রমিকের কাজ করতেন। সে সুবাদে ওই বাগানে মোর্শেদার নিয়মিত যাতায়াত ছিল। রোববার রাতে বাগানের ভেতর গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোর্শেদার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মোর্শেদার মরদেহ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ওই রাবার বাগানের ম্যানেজার ফারুক হোসেনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।