ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কোন ঠিকানায় পাঠাবো জন্মদিনের শুভেচ্ছা?

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
কোন ঠিকানায় পাঠাবো জন্মদিনের শুভেচ্ছা?

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রয়াত লুৎফর রহমান সরকারের জন্মবার্ষিকী (১ ফেব্রুয়ারি) স্মরণে তার মেয়ে লিপির খোলা চিঠি। লুৎফর রহমান ১৯৯৬ সালের ২১ নভেম্বর থেকে ১৯৯৮ সালের ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পালন করেন।

৮০ বছর বয়সে ২০১৩ সালের ২৪ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্বা, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। জানি, তুমি এখানেই কোথাও আছ, লুকিয়ে লুকিয়ে দেখছ আমাদের সবাইকে। জানি, এবারও তুমি অপেক্ষা করছ জন্মদিনের শুভকামনা পাবার জন্য।

মনে আছে, তোমার ষাট বছর বয়সের সেই জন্মদিন? যেদিন আমরা বোনেরা তোমার জন্য আয়োজন করেছিলাম ‘সারপ্রাইজড বার্থডে’।

সেকি তোমার অধৈর্য... কেন তোমায় রাত বারটায় উইশ করল না কেউ... আবার দিনের বেলাতেও কেউ কিছুই বলছে না... তুমি আর পারলে না, আমাদের ডেকে তোমার টেবিলে রাখা ফুলটা হাতে দিয়ে বললে- ‘এটা আমাকে দাও, আর বলো শুভ জন্মদিন’। আমরাও কম না, এমন ভাব করলাম, যেন হঠাৎ মনে পড়ল তোমার জন্মদিনের কথা। তুমি তাতেও অ-নে-ক খুশি হলে। ... তারপর সন্ধ্যেবেলায় অফিস থেকে ফিরে বাসার কলিংবেল চাপতেই আমরা সবাই সজাগ হলাম, বললাম, ‘লোডশেডিং’!! তুমি ভেতরে আসতেই সব আলো চকিত একসাথে জ্বলে উঠল- সারপ্রাইজ!! হ্যাপি বার্থডে টু ইউ!... সে কি উল্লাস আমাদের। আর তোমার চোখেমুখে কী অসাধারণ উত্তেজনা। ... চারপাশে তোমার পরিবার-পরিজন, বন্ধু... তোমার চোখ দু’টো আনন্দে চকচক করছে তখন। তোমার মুখের অমলিন হাসি আর যেন বাধ মানছে না... চোখ বুজলেই তোমার সেই হাসি দেখি, যা আমাদের সারা জীবনের বাঁচার প্রেরণা।

হ্যাঁ জানি, তুমি আজ সামনে আসবে না। জানি, তোমার সেই ভূবন ভোলানো হাসি চোখ বন্ধ করেই দেখতে হবে..., তবুও আজ আমাদের পরিবারের জন্য অনেক বড় উৎসব। তুমি তো আছোই আব্বা, পাশেই কোথাও। শুধু একটু তোমার ছোঁয়া পেতে চাই... একবার। আমরা ভালো আছি, তুমি তো জানো। শুধু ভিড়ের মাঝে হঠাৎ-হঠাৎ হারিয়ে যাই আমি। কিন্তু জানি, তুমি আজও আমার হাত ধরে আছো। ভয় পাবার কিছু নেই। তাই ক্ষণিক ঘাবড়ে গেলেও আবার সাহস করি সামলে নেবার। আমাকে যে তোমার চিহ্নিত লক্ষ্যে, আমার অভীষ্টে পৌঁছাতে হবে। তোমার মেয়ে আমি, জানি পারবো। শুধু আমার হাতটা কখনো তুমি ছাড়বে না, আব্বা।

অনেক দিন পেরিয়ে এলাম, জানি না আব্বা, কবে তোমার সাথে দেখা হবে। যাবার সময় কোনো ঠিকানাও দিলে না... এতোকিছু লিখি তোমায়... কোথায় পাঠাবো, কি করে পাঠাবো... বুঝতেই পারি না। একবার... শুধু একবার বলে যাও- তুমি ভালো আছ। আমার তাতেই হবে। আকাশের ঠিকানায় এইটুকুই চাওয়া... তোমার অনুপস্থিতিতে এটুকু পাওয়া হোক আমার।

যেখানেই থাকো আব্বা, তোমার সেই ভূবন ভোলোনো হাসিটা যেন বাধ না মানে কখনোই...

তোমার মেয়ে লিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।