ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
গাজীপুরে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের বিনামূল্যে অপারেশন শুরু হয়েছে।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে আমেরিকান চিকিৎসকের একটি দল ওইসব রোগীদের অপারেশন শুরু করেন।



এদিকে, অপারেশন করাতে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত রোগীরা সকাল থেকেই হাসপাতালে ভিড় শুরু করেন।

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সোমবার সকাল ৯টার দিকে ঠোঁটকাটা ও তালুফাটা রোগীদের অপারেশন শুরু হয়। ঢাকা ও আমেরিকার সানফ্রান্সিস্কোর একটি সেবামূলক সংস্থা অ্যালায়েন্স ফর স্মাইলস আয়োজিত দ্য আমেরিকান চিকিৎসক টিম ওইসব রোগীদের অপারেশন করছেন।

গাজীপুর রোটারি ক্লাব ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ কার্যক্রম চলবে।

কার্যক্রমের আওতায় বিনামূল্যে ঠোঁটকাটা ও তালুফাটা সমস্যাজনিত যেকোনো বয়সের শতাধিক রোগীর অপারেশন করানো হবে।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।