ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
সিরাজগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে যমুনা নদীর বালুমহালে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মজনু ওরফে বাবু (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।


সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর এলাকার উজ্জল ফ্লাওয়ার মিলের কাছে এ ঘটনা ঘটে।



নিহত বাবু পৌরসভার পুঠিয়াবাড়ী এলাকার আকবর আলীর ছেলে।  

নিহতের চাচা আশরাফ আলী জানান, যমুনা নদীর বালু উত্তোলনকে কেন্দ্র করে পুঠিয়াবাড়ী এলাকার বক্কার প্রধান ও হোসেনপুর এলাকার উজ্জল গ্রুপের মধ্যে গত তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে।

ওই ঘটনার জের ধরে সোমবার দুপুরে আবু বক্কারের ভাতিজা বাবু উজ্জল ফ্লাওয়ার মিলের কাছে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর ও ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বাসুদেব সিনহা বাংলানিউজকে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতালে আনা হয়েছে।   এ ঘটনায় মামলার প্রক্রিয়া ও দোষীদের আটকে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬/আপডেট: ১৪০৮ ঘণ্টা
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।