ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে মতবিনিময়

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
হিলি সীমান্তে ইয়াবা পাচার ঠেকাতে মতবিনিময়

হিলি(দিনাজপুর): ভারত থেকে হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ইয়াবা পাচার ঠেকাতে হাকিমপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

সোমবার(০১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিজিবির আয়োজনে হিলি চেকপোস্ট ক্যাম্পে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।



মতবিনিময় সভায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক ক্যাপ্টেন আশরাফ আলী বাংলানিউজকে জানান, হিলি সীমান্ত এলাকা দিয়ে এর আগে কখনও ইয়াবা পাচার হতে দেখা যায়নি। সম্প্রতি হিলি সীমান্ত এলাকায় দুই হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। হিলি সীমান্ত দিয়ে ইয়াবা আসা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এটি বন্ধে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন।

সভায় সাংবাদিকদের পক্ষ থেকে ইয়াবা পাচার রুখতে বিজিবিকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয় মতবিনিময় সভায়।

সভায় বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী, হিলি টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি গ ম রহমান মিলন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।