ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
হবিগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হবিগঞ্জ: হবিগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে এ মেলার উদ্বোধন করা হয়।



এ উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারের মেলাস্থলে গিয়ে শেষ হয়।

মেলা উপলক্ষে অনুষ্ঠিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির।

বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মাকসুদুর রহমান পাটোয়ারী, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, হবিগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুর রউফ, হবিগঞ্জ মহিলা সরকারি কলেজের অধ্যক্ষ সফিউল আলম চৌধুরী ও এটুআই প্রজেক্টের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মানিক মাহমুদ।

জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনায় ছিলেন সহকারী কমিশনার (আইসিটি) শাহরিয়ার জামিল। স্বাগত বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট মো. আবু জাহির দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন ঘোষণা করেন। মেলায় বিভিন্ন ধরনের প্রদর্শনী নিয়ে ২৩টি স্টল অংশ নিচ্ছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।