ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে জামায়াতের ১৪ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৬
গাংনীতে জামায়াতের ১৪ নেতাকর্মী কারাগারে

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় জামায়াতের সাবেক আমিরসহ ১৪ জন নেতাকর্মীকে নাশকতা মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

সোমবার (০১ ফেব্রুয়ারি)  দুপুর ১টার দিকে মেহেরপুর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ নির্দেশ দেন।



এরা হলেন, গাংনী উপজেলা জামায়াতের সাবেক আমির মওলানা আব্দুল হালিম, জামায়াত কর্মী জালাল উদ্দীন, শামীম হোসেন, জামাল উদ্দীন, ফল্টু মিয়া, আবু হানিফ, বিল্লাল হোসেন, নাসিম উদ্দীন, ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদীন, মোমিনুজ্জামান ও বিএনপি নেতা হেলু মিয়া।

জামায়াত ও বিএনপির এসব নেতাকর্মী দুপুর ১টার দিকে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসানের আদালতে আত্মসমর্পণ করে জমিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

২০১৩ সালের সরকার বিরোধী আন্দোলনের সময় নেতাকর্মীদের নামে দায়ের করা নাশকতা (যার নং ৫১৮/১৩ ইং) মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।