ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
চাঁদপুরে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু

চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ইটের আঘাতে আয়শা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কল্যাণপুর কলন্দি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আয়েশা ওই বাড়ির আ. মান্নান গাজীর স্ত্রী।

আয়শা বেগমের ছেলে মাওলানা রাসেল বাংলানিউজকে জানান, তাদের প্রতিবেশী হাবীব উল্যাহর সঙ্গে জমি  নিয়ে বিরোধ ও আদালতে মামলা চলছে। সকালে তার ভাইয়ের ঘর নির্মাণের জন্য বাড়ির সামনে ইটের স্তূপ করলে প্রতিপক্ষ আনোয়ার, মিলন সফি উল্যাহ ও লতিফ সংঘবদ্ধ হয়ে হামলা করেন। এ সময় তারা তার মা আয়শা বেগমকে মারধর ও ইট দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মায়ের মৃত্যু হয়।

খবর পেয়ে বিকেল ৩টায় চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, নারী পুলিশকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ থানায় নেওয়া হবে।

এদিকে, এ ঘটনার পর হামলায় জড়িতরা সবাই পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।