ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবান পৌর মেয়রের দায়িত্বে ইসলাম বেবী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বান্দরবান পৌর মেয়রের দায়িত্বে ইসলাম বেবী ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

বান্দরবান: বান্দরবান পৌরসভার নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী আনুষ্ঠানিকভাবে দায়িত্ব করেছেন।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে সাবেক মেয়র মোহাম্মদ জাবেদ রেজা নব নির্বাচিত মেয়রকে দায়িত্ব হস্তান্তর করেন।



এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক নুরুল্লাহ নূরী, বান্দরবান সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অপর্ণা বৈদ্য, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম প্রমুখ।

এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলররা এ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, বান্দরবান পৌর এলাকাকে সুন্দর ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। কর্তৃপক্ষের পাশাপাশি পৌরবাসীরও শহর সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রয়েছে। আমার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য সুন্দরভাবে পালন করতে পৌরবাসীর সহযোগিতা কামনা করছি।

এর আগে পৌরসভায় ৫ম পরিষদের মেয়র মোহাম্মদ জাবেদ রেজা আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নব নির্বাচিত মেয়র ইসলাম বেবীকে দায়িত্ব বুঝিয়ে দেন।

গত বছরের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ৮ হাজার ৭০৩ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ ইসলাম বেবী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।