ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চলতি মেয়াদেই রূপকল্প-২০৪০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
চলতি মেয়াদেই রূপকল্প-২০৪০

জাতীয় সংসদ ভবন থেকে: আগামী দিনের বাংলাদেশকে বিশ্বে অগ্রগামী ও উন্নত জনপদে পরিণত করতে জাতিকে এই মেয়াদের মধ্যেই রূপকল্প-২০৪০ উপহার দেব বলে সংসদে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
 
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তরকালে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।


 
পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহার ‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’-এর আলোকে আগামী ৫ বছরের মধ্যে একটি দীর্ঘমেয়াদী প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে জাতির সামনে রূপকল্প-২০৪০ উপস্থাপন করবে।
 
‘রূপকল্প-২০২১’ বাস্তবায়ন রূপান্তরের অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আগামী দিনের বাংলাদেশকে বিশ্বে অগ্রগামী ও উন্নত জনপদে পরিণত করতে আমরা জাতিকে আমাদের এই মেয়াদের মধ্যেই রূপকল্প-২০৪০ উপহার দেব। ’
 
মুস্তফা কামাল আরও বলেন, গত ২০ অক্টোবর ২০১৫ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় প্রেক্ষিত পরিকল্পনা-২০৪০ প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়। সে আলোকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেছে।
 
তিনি বলেন, বর্তমান সরকার দেশের জনগণের  কল্যাণে অর্থনীতিতে আরও উন্নত করার লক্ষ্যে মধ্যম আয়ের বাংলাদেশ গড়ে তোলার নিমিত্তে বিগত মেয়াদে ‘রূপকল্প-২০১১’ কে সামনে রেখে বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১) প্রণয়ন করেছিল। এ পরিকল্পনা অনুযায়ী সরকার দেশের উন্নয়নের জন্য কতিপয় বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করে বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছে।
 
তিনি বলেন, দেশের মানুষ, ইতিহাস, সমাজ, রাজনীতি, অর্থনীতি, পরিবেশ আর্ন্তজাতিক প্রেক্ষপটসহ আর্থিক শিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়ে তোলার পাশাপাশি অংশগ্রহণমূলক উন্নয়নে সরকার আরেকটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা রূপকল্প-২০৪০ প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।