ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে সৈয়দ আশরাফের সফর স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ময়মনসিংহে সৈয়দ আশরাফের সফর স্থগিত সৈয়দ আশরাফুল ইসলাম / ফাইল ফটো

ময়মনসিংহ : জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ময়মনসিংহ সফর স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) রাত সোয়া ৭ টায় ময়মনসিংহ জেলা প্রশাসক মোস্তাকীম বিল্লাহ ফারুকী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।



তিনি জানান, অনিবার্য কারণ বশত জনপ্রশাসন মন্ত্রীর বুধবারের (০৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ সফর স্থগিত করা হয়েছে।

এর আগে গত ৩১ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রীর একান্ত সচিব এ.এফ.এম.হায়াতুল্লাহ’র স্বাক্ষরিত সফরসূচির শিডিউলে জানানো হয়েছিল, বুধবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় সদ্য ঘোষিত ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় প্রতিষ্ঠার জন্য উপযুক্ত স্থান নির্বাচনের নিমিত্তে সম্ভাব্য স্থানসমূহ পরিদর্শন করবেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।