ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁওয়ে এক হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
সোনারগাঁওয়ে এক হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ, আটক ২ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলা থেকে এক হাজার ৮শ’ পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এসময় দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।



বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সোনারগাঁও মেঘনা ঘাট এলাকায় পুলিশ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন ভবনাথপুর গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে পারভেজ (৩০) ও একই এলাকার পিয়ার আলীর ছেলে পনির (৪০)।

সোনারগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন যাবৎ পারভেজ ও পনির সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করেছিলো। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ‍আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।