ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ২ হাজার আইডি কার্ড সংশোধনের আবেদন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
দিনাজপুরে ২ হাজার আইডি কার্ড সংশোধনের আবেদন

দিনাজপুর: দিনাজপুরে গত এক মাসে দুই হাজার দুইজন জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন কমিশন বরাবর আবেদন করেছেন।

আবেদনকারীদের মধ্যে ৫২৫ জন সরকারি চাকরিজীবী রয়েছে।

অধিকাংশ আবেদনকারীদেরই বয়স সংশোধন করতে হবে।  

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বর-ডিসেম্বর মাসে পৌরসভা নির্বাচনের জন্য জাতীয় পরিচয়পত্র ভুল সংশোধনীর আবেদন বন্ধ থাকে। চলতি বছর জানুয়ারি মাসে জাতীয় পরিচয়পত্রে ভুল সংশোধনের জন্য আবেদন আহ্বান করা হলে দিনাজপুরে দুই হাজার দুইজন আবেদন করেন।

যদি কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীর জাতীয় পরিচয়পত্রে ভুল থাকে তাহলে তারা নতুন স্কেলে বেতন পাবেন না। তাই ৫২৫ জন সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের জাতীয় পরিচয়পত্রের ভুল তথ্য সংশোধনের জন্য আবেদন করেন।

এছাড়া এক হাজার ৪৭৭ জন সাধারণ মানুষ আবেদন করেছে জানুয়ারি মাসে।

সোমবার (২ ফেব্রুফারি) দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশোধনের জন্য আবেদন করতে আসা দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকার সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, জাতীয় পরিচয়পত্র তৈরি করতে তথ্য সংগ্রহের কাজ শিক্ষকদের দেওয়া হয়েছিলো। তথ্য সংগ্রহ করার সময় আমাদের এলাকায় নিয়োজিত শিক্ষক পাশের বাড়ি থেকে তথ্য নিয়ে আমার জাতীয় পরিচয়পত্রটি তৈরি করেন। এতে আমাকে আবার নতুন করে তথ্য দিয়ে সংশোধন করে নির্ভুল জাতীয় পরিচয়পত্র করতে হচ্ছে।

একই অভিযোগ করে দিনাজপুর পৌরসভার পাম্প মিস্ত্রি রঞ্জন বাংলানিউজকে জানান, তারা যখন তথ্য সংগ্রহ করেন তখন আমি অফিসে ছিলাম। পরে তাদের আশায় থাকলেও আমার ছবি তুলার জন্য টোকেন বাড়ির সামনের দোকনদারকে দিয়ে যায়। পরে আমি ছবি তুললে জাতীয় পরিচয়পত্রটি পাই। কিন্ত জাতীয় পরিচয়পত্রে আমার অনেক কিছু ভুল হয়েছে। ভুলে ভরা জাতীয় পরিচয়পত্র হওয়ায় নতুন বেতন স্কেল ধরতে সংশোধন করতে হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তাদের অনুরোধ করে জানাই ভবিষৎ-এ এরকম কাজে অবহেলা না করে সঠিক তথ্যসহ জাতীয় পরিচয়পত্র দিন। যেন আমার মতো কাউকে আর হয়রানি হতে না হয়।

এ ব্যাপারে দিনাজপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসানের সঙ্গে  মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, দিনাজপুরে জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য যারা আবেদন করেছেন তাদের কাজ ইতিমধ্যে শেষ করে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে প্রতিদিনই সংশোধনের জন্য আবেদন আসছে। স্বল্প জনবল নিয়ে রাত-দিন এক করে সংশোধনের আবেদন স্ক্যান করে সঠিক তথ্য দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে খুব দ্রুত আবেদনকারীদের হাতে তাদের জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।