ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশে যারা অপরাধে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত করার সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
পুলিশে যারা অপরাধে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত করার সুপারিশ

ঢাকা: সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ ভাল কাজ করছে।   তবে দুই চার জন পুলিশ সদস্য নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে।

আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং শাস্তি দৃশ্যমান করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সাথে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে কাউন্সিলিং করারও সুপারিশ করে কমিটি।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা হয় বাংলানিউজের।  

কমিটি সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বাংলানিউজকে বলেন,পুলিশ বাহিনী অনেক ভাল কাজ করছে, তবে দুই চার জন সদস্য অপরাধে জড়িয়ে পড়ছে। তাদের শাস্তি নিশ্চিত ও দৃশ্যমান করার সুপারিশ করা হয়েছে।

তিনি বলেন, পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে, এজন্য পুলিশ বাহিনীকে আরো বেশি সর্তক হওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

কমিটির অপর সদস্য ফখরুল ইমাম বলেন, তল্লাশির ক্ষেত্রে সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয় সেদিকে লক্ষ্য রেখে আরো ভালোভাবে তল্লাশি চালানোর জন্য পুলিশ বাহিনীকে পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী, সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা এবং অতি সম্প্রতি এক ছাত্রী হয়রানির বিষয়টি সামনে এনে কমিটিতে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। এই দুই একজনের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না বলে কমিটিকে জানিয়েছে সংশ্লিষ্টরা।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে রোডের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি পরিবহন মালিক কর্তৃপক্ষকে এগিয়ে আসার এবং ড্রাইভার নিয়োগে পুলিশের সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণের সুপারিশ করে কমিটি। এছাড়াও বাংলাদেশ কোস্ট গার্ড বিল, ২০১৬ এর উপর আলোচনা করা হয়। বিলটি পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় সংশোধন ও সংযোজনসহ সংসদে উপস্থাপনের জন্য রিপোর্ট চূড়ান্ত করা হয়।  

কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে বৈঠকে কমিটি’র সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, মো. ফরিদুল হক খান, আবুল কালাম আজাদ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ফখরুল ইমাম এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে পুলিশের আইজিপি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।