ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাজীগঞ্জে প্রেমিক যুগল কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
হাজীগঞ্জে প্রেমিক যুগল কারাগারে

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় আনোয়ার হোসেন (২৪) নামে এক যুবক ও তার প্রেমিকাকে (১৫) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম এ আদেশ দেন।



সাজাপ্রাপ্ত প্রেমিক আনোয়ার হোসেন কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার সিরাজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর একটি কারখানায় চাকরি করেন।

মেয়েটি হাজীগঞ্জ পৌরসভার এনায়েতপুর এলাকার ‍বাসিন্দা ও ধোপল্লা জনতা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।


প্রেমিক আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, মোবাইল ফোনের ‍মাধ্যমে ওই মেয়ের সঙ্গে তার পরিচয় হয়। তিন মাস ধরে মোবাইলে ফোনে কথা বলার পর মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করতে  এনায়েতপুরে আসেন। এ সময় একদল যুবক তাকে আটক করে নিয়ে যান। পরে প্রেমিকাকে বিয়ে করা ও দুই লাখ টাকা দিতে চাপ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মুর্শিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছেলের অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মেয়েটিকে সাতদিন এবং ছেলে মোবাইলে ফোনে কথা বলা ও দেখা করতে আসার অপরাধে তাকেও সাতদিন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।