ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ডিইউজের কর্ম অধিবেশন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ডিইউজের কর্ম অধিবেশন অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দ্বিবার্ষিক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ ও কোষাধ্যক্ষ শাহানা শিউলি প্রতিবেদন উপস্থাপন করেন।



বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে মঞ্জুরুল আহসান বুলবুলের সঞ্চালনা ও জ্যেষ্ঠ সাংবাদিক আহসান উল্লাহর সভাপতিত্বে এ অধিবেশন সম্পন্ন হয়।

শুরুতে এবি এম মূসা, বেবী মওদুদ, জগলুল আহমেদ চৌধুরী, আলতাফ মাহমুদসহ গত দু’বছরে প্রয়াত সাংবাদিকদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অধিবেশনে সাধারণ সম্পাদকের বক্তব্যের উপর ডিইউজে নেতারা আলোচনা করেন। আলোচকদের মধ্যে ছিলেন পুলক ঘটক, ফজলুল হক বাবু, মৃণাল চক্রবর্তী, আবু জাফর শুভ্র, বরুণ ভৌমিক প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, সাবেক মহাসচিব আব্দুল জলিল ভূইয়া, ডিউজের সাবেক সাধারণ সম্পাদক মোল্ল্যা জালাল, উত্তম সরকার প্রমুখ।

এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিউজের দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এইচআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।