ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

চালকের ঘুষিতে প্রাণ গেল হেলপারের

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
চালকের ঘুষিতে প্রাণ গেল হেলপারের

রংপুর: রংপুর নগরীতে ট্রাক চালকের ঘুষিতে ওই ট্রাকের হেলপার রায়হান আলী (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর শাপলা চত্বর এলাকায় ট্রাকস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।



মৃত রায়হান আলী নগরীর ১৫নং ওয়ার্ডের ফতেহপুর তিনঘড়ি এলাকার আবুল কাশেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাক চালক মনোয়ার হোসেনের সঙ্গে একটি ভাড়া নিয়ে কথা কাটাকাটি হয় হেলপার রায়হানের। এ সময় ক্ষিপ্ত হয়ে মনোয়ার রায়হানের বুকে সজোরে ঘুষি দেন। এতে মাটিতে লুটিয়ে পড়েন রায়হান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরে রায়হানের মৃত্যু হয়।

রংপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানি বাংলানিউজকে বলেন, রায়হানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রায়হানের স্ত্রী

হত্যা মামলা দায়ের করবেন বলে ওসি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।