ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
পাবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চার দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

পাবনা: চার দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে পাবনা শহরের প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের শতাধিক শিক্ষার্থী এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা অবিলম্বে তাদের চার দফা মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

তাদের দাবিগুলো হলো, ইয়ার ড্রপ সিস্টেম বাতিল, প্রতি সেমিস্টারে ২ বিষয়ে মানোন্নয়নের সুযোগ, ক্রেডিট ফি ৭৫ টাকা নির্ধারণ, সেমিস্টার শেষে শর্ট কোর্সে চালু রাখা।

বাংলাদেশ সময়: ১৩৩৮  ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।