ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বাঙ্গালবাড়ি এলাকায় প্রাইম পিইটি অ্যান্ড প্লাস্টিক নামে একটি কারখানায় আগুন লেগেছে।

কেরানীগঞ্জ, ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া বাঙ্গালবাড়ি এলাকায় প্রাইম পিইটি অ্যান্ড প্লাস্টিক নামে একটি কারখানায় আগুন লেগেছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।

 

কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।  

কারখানার ভেতরে কেউ আছে কি-না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।