ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কলারোয়া পৌর মেয়র আক্তারুল গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কলারোয়া পৌর মেয়র আক্তারুল গ্রেফতার

সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র স ম আক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে পু‌লিশ।

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া পৌরসভার মেয়র স ম আক্তারুল ইসলামকে গ্রেফতার করেছে পু‌লিশ।

‌সোমবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে কলারোয়া উপজেলা সদরের শহীদ মিনার সংলগ্ন বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।


 
গ্রেফতারকৃত স ম আক্তারুল ইসলাম কলারোয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপ‌তি ছিলেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এমদাদুল হক শেখ গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত করে বাংলা‌নিউজকে জানান, আক্তারুলের বিরুদ্ধে নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।