ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাস চাপায় ছেলে নিহত, বাবা আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বগুড়ায় বাস চাপায় ছেলে নিহত, বাবা আহত ছবি- আরিফ জাহান- বাংলানিউজটোয়েন্টিফোর

বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দ্বিতীয় শ্রেণির ছাত্র ছেলে সোহাইব নিহত ও তার বাবা মো. সবুজ গুরুতর আহত হয়েছেন।

বগুড়া: বগুড়ার বনানী-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দ্বিতীয় শ্রেণির ছাত্র ছেলে সোহাইব নিহত ও তার বাবা মো. সবুজ গুরুতর আহত হয়েছেন।  
 
পরে তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়।

 
 
সদর উপজেলার সাবগ্রামের চান্দুপাড়া গ্রামের বাসিন্দা তারা।
 
সোমবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় বাইপাস সড়কের বড়িয়া বটতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  
 
স্থানীয়রা জানান, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হানিফ এন্টারপ্রাইজের একটি যাত্রীবাস (ঢাকা মেট্রো-ব-১৪-৫৯৬৫) উক্ত স্থানে পৌঁছালে বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
 
এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে আগুন নেভান।   
 
এতে ঘটনাস্থলেই স্কুলছাত্র নিহত হয়। গুরুতর আহত হন বাবা।  
 
দুপুরে শহরের নারুলী টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (টিএসআই) শফিক বাংলানিউজকে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল আটক রয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।