ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বিমান বাহিনী প্রধানের সঙ্গে যুক্তরাজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বিমান বাহিনী প্রধানের সঙ্গে যুক্তরাজ্য প্রতিনিধি দলের সাক্ষাৎ

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডিফেন্স একাডেমির ভাইস এডমিরাল পোটর্স’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড দ্য ডিফেন্স একাডেমির ভাইস এডমিরাল পোটর্স’র নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার (২৮ নভেম্বর) বিমান বাহিনী সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশল বিনিময় ও দ্বি-পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।

যুক্তরাজ্যের প্রতিনিধি দলের এ সফর দু’দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।