ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
রূপগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে আহত ৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ভুলতা বলাইখা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাইক্রোবাস চালক আব্দুল খালেক (৩০), যাত্রী ওসমান মিয়া (২৭), মিলন মিয়া (২০), মজিবুর রহমান (২৫) ও সুমন (২১)। আহতদের প্রত্যেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া এলাকায় বলে জানা গেছে।

ভুলতা ফাঁড়ির ইনচার্জ ও উপ-পরিদর্শক (এসআই) ফাইজুর রহমান বাংলানিউজকে জানান, বলাইখা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীগামী একটি ট্রাক ও ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় মাইক্রোবাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ পাঁচ যাত্রী গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ট্রাক ও মাইক্রোবাস আটক কর‍া হয়েছে বলেও জানান তিনি।    

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।