ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
খুলনায় নৌবাহিনীর সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

খুলনা: বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফ গার্ড-২০১৬ এর অংশ হিসেবে খুলনা নৌ অঞ্চলে সমুদ্র সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 
সোমবার (২৮ নভেম্বর) অর্ধ দিবসব্যাপী খুলনায় নৌবাহিনী ঘাঁটি তিতুমীর ফেয়ারওয়ে হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।


 
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম গভর্নেন্স অ্যান্ড পলিসি অনুষদের ডিন কমডোর মোহাম্মদ জিয়াউদ্দিন আলমগীর।

সেমিনারে বক্তারা সমুদ্রপথে দেশীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তায় সামুদ্রিক খনিজ সম্পদের ব্যবহার, মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং সমুদ্র সম্পদের নিরাপত্তার  চ্যালেঞ্জসমূহ মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বক্তারা সমুদ্র সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও এই সম্পদকে যথাযথভাবে কাজে লাগানোর বিষয়ে মতামত ব্যক্ত করেন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সকল মেরিটাইম সংস্থাসমূহকে একসঙ্গে কাজ করার আহবান জানান। পাশাপাশি মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু ইকোনমির উন্নয়নে একটি সমন্বিত কর্ম-পরিকল্পনা প্রণয়নের উপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজির প্রফেসর মোহাম্মদ আব্দুর রউফ, দি বেঙ্গল ট্যুর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ হোসাইন, মংলা কোস্ট গার্ডের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার এ এম রাহাতুজ্জামান, পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. সায়েদুল ইসলাম এবং  মংলা পোর্টের চিফ সিকিউরিটি অফিসার কমান্ডার এম হাবিবুল মওলা।

ক্যাপ্টেন এম জহির উদ্দিনের পরিচালনায় সেমিনারে উপস্থিত ছিলেন- খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন মেরিটাইম সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এমআরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।