ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর কেরানীগঞ্জের প্রাইম পিইটি অ্যান্ড প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

কেরানীগঞ্জ (ঢাকা): প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর কেরানীগঞ্জের প্রাইম পিইটি অ্যান্ড প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার (২৮ নভেম্বর) দুপুর ২টার দিকে ওই কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনেন কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা।

এরআগে দুপুর ১২টায় চুনকুটিয়া বাঙ্গালবাড়ি এলাকায় জনৈক নজরুল ইসলামের মালিকানাধীন ওই কারখানায় আগুন লাগে।

কেরানীগঞ্জ ফায়ার স্টেশনের ইনচার্জ মঞ্জুরুল হাসান বাংলানিউজকে জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানান তিনি।

এদিকে, প্লাস্টিক কারখানায় আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআর

** কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।