ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকতে কিটকট চেয়ারের ৫০ শতাংশ উন্মুক্ত রাখার নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কক্সবাজার সৈকতে কিটকট চেয়ারের ৫০ শতাংশ উন্মুক্ত রাখার নির্দেশ

কক্সবাজার সৈকতের কিটকট চেয়ারের ৫০ শতাংশকে জনগণের বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ৫০ শতাংশ চেয়ারকে লাল রং দ্বারা বিশেষভাবে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকা: কক্সবাজার সৈকতের কিটকট চেয়ারের ৫০ শতাংশকে জনগণের বিনামূল্যে ব্যবহারের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই ৫০ শতাংশ চেয়ারকে লাল রং দ্বারা বিশেষভাবে চিহ্নিত করারও নির্দেশ দিয়েছেন আদালত।

পাশাপাশি সৈকতের কিটকট চেয়ারগুলোতে নেয়া অযৌক্তিক ভাড়া কেন অবৈধ ঘোষণা করা হবে না এ ব্যাপারেও রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার ( নভেম্বর ৩০) জারি করা এই রুলে পর্যটন সচিব, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আলীর হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৪
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।