ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
বীরগঞ্জে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পৌর শহরের শাল বাগান এলাকায় নুরজাহান (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পৌর শহরের শাল বাগান এলাকায় নুরজাহান (৩০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি শাল বাগান এলাকার আখেরী ডাংগা গ্রামের বছির উদ্দিনের মেয়ে।

বীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফকরুল ইসলাম বাংলানিউজকে জানান, ওই নারীর গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  

ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।