ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

‘রাঙা প্রভাত’র যান্ত্রিক ত্রুটি হিউম্যান ফেইলর ফ্যাক্টর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
‘রাঙা প্রভাত’র যান্ত্রিক ত্রুটি হিউম্যান ফেইলর ফ্যাক্টর

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী প্লেনের যান্ত্রিক ত্রুটির ঘটনাকে প্রাথমিকভাবে হিউম্যান ফেইলর ফ্যাক্টর  হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পাঁচজনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী প্লেনের যান্ত্রিক ত্রুটির ঘটনাকে প্রাথমিকভাবে হিউম্যান ফেইলর ফ্যাক্টর  হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় দায়িত্ব অবহেলার দায়ে পাঁচজনকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রাথমিক প্রতিবেদন দেওয়া হয় মন্ত্রীর কাছে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমআইএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।