ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
রাঙামাটিতে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তৃণমূল থেকে প্রতিভাবান কারাতে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ১০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

রাঙামাটি: তৃণমূল থেকে প্রতিভাবান কারাতে খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে রাঙামাটিতে ১০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী।

রাঙ্গামাটি জিমনেসিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার জুডো কারাতে, শরীর গঠন উপ-পরিষদের আয়োজন করে।

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও জুডো কারাতে, শরীর গঠন উপ পরিষদের আহ্বায়ক ফজলুল করিমের উদ্বোধ‍নী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুন বিকাশ দেওয়ান, সহ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক কিংশুক চাকমা প্রমুখ।

১০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেবে। বৃধবার এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন হলেও প্রশিক্ষণার্থীদের মূল প্রশিক্ষণ শুরু হবে আগামী ৬ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।