ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সাটু‌রিয়ায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
সাটু‌রিয়ায় পাক হানাদার মুক্ত দিবস পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

সাটু‌রিয়া (মানিকগঞ্জ): নানা কর্মসূচির মধ্য দিয়ে মা‌নিকগ‌ঞ্জের সাটু‌রিয়া উপজেলায় পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মু‌ক্তিযোদ্ধা মার্কেট থেকে এক‌টি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি সাটু‌রিয়া বাজার প্রদক্ষিণ করে মু‌ক্তিযোদ্ধা কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেয়।

সভায় উপজেলা মু‌ক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-মা‌নিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি অ্যাডভোকেট আব্দুল ম‌জিদ ফটো, মা‌নিকগঞ্জ জেলা মু‌ক্তিযোদ্ধা কমান্ডার মু‌ক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার তোবারক হোসেন লুডু ও জাসদ কেন্দ্রীয় ক‌মি‌টির সহ সভা‌প‌তি মু‌ক্তিযোদ্ধা ইকবাল হোসেন খান প্রমুখ।

সভা‌ প‌রিচালনা করেন সাটুরিয়া উপজেলা মু‌ক্তিযোদ্ধা সংসদের ডেপু‌টি কমান্ডার মো. লুৎফর রহমান। পরে বিকেলে দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।