ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে অস্ত্রসহ ২ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
কেরানীগঞ্জে অস্ত্রসহ ২ যুবক আটক

কেরানীগঞ্জে অস্ত্রসহ অমিত ও রাসেল নামে ২ যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে অস্ত্রসহ অমিত ও রাসেল নামে ২ যুবককে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে থেকে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান মোল্লা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঝিলমিল আবাসন প্রকল্পের সামনে অভিযান চালিয়ে রিভালবারসহ ওই দুই যুবককে আটক করা হয়।

তিনি আরও জানান, আটক ওই দুই যুবক ডাকাতদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।