ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
ঠাকুরগাঁওয়ে পলাতক আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট ও পাঁচ মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে (৩০) গ্রেফতার করেছে বিজিবি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে মাদক সম্রাট ও পাঁচ মামলার পলাতক আসামি আব্দুল জলিলকে (৩০) গ্রেফতার করেছে বিজিবি।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ১টায় ডাবরী সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়।

৩০ বিজিবির পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাবরী সীমান্ত থেকে পশ্চিম দিকে মেইন পিলার ৩৬৯/১ এলাকায় অভিযান চালানো হয়। এসময় মাদক সম্রাট আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়।

খবর পেয়ে আব্দুল জলিলের পরিবার তাকে ছিনিয়ে নেওয়ার জন্য বিজিবির ওপর হামলা চালিয়ে ব্যর্থ হয়।

‍তার বিরুদ্ধে হরিপুর থানায় শিশু হত্যাসহ মাদকদ্রব্য আইনে পাঁচটি মামলা রয়েছে। প্রতিটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। তাকে হরিপুর থানায় সোর্পদ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ডাবরী বিওপির ব্যাটালিয়ন কমান্ডার কুতুবুল আলম ও কোম্পানি কমান্ডার আব্দুল বাতেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।