ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি পুকুরপাড় এলাকায় একটি ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের দেওলিয়াবাড়ি পুকুরপাড় এলাকায় একটি ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৩০ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, গাজীপুর সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের দেওলিয়াবাড়ি পুকুরপাড় এলাকায় ইসমাইল হোসেনের ঝুট গুদামে আগুন লাগে।

পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
আরএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।