ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে বন্দুকযুদ্ধে আনসার সদস্য হত্যা মামলার আসামি নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বেনাপোলে বন্দুকযুদ্ধে আনসার সদস্য হত্যা মামলার আসামি নিহত

বেনাপোলে সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে আনসার সদস্য ফিরোজ হত্যা মামলার প্রধান আসামি রিপন (৩২) নিহত হয়েছেন।

বেনাপোল(যশোর): বেনাপোলে সন্ত্রাসীদের দু’পক্ষের বন্দুকযুদ্ধে আনসার সদস্য ফিরোজ হত্যা মামলার প্রধান আসামি রিপন (৩২) নিহত হয়েছেন।

 

বুধবার (৩০ নভেম্বর) দিনগত রাত ২টার দিকে যশোর-মাগুরা সড়কের সদর উপজেলার পাঁচবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিপন বেনাপোলের ছোট আঁচড়া গ্রামের হাবি সরদারের ছেলে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ হোসেন বাংলানিউজকে বলেন, সদর থানার পাঁচবাড়িয়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল সন্ত্রাসীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে সেখানে পড়ে থাক‍া গুলিবিদ্ধ রিপনকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, একটি গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এ এসআই) মতিউর রহমান বাংলানিউজকে জানান, বেনাপোল বন্দরের আনসার সদস্য ফিরোজকে হত্যার পর থেকে রিপন পালাতক ছিলেন। রিপনের নামে বেনাপোল থানায় অস্ত্র, নারী শিশু পাচার ও ছিনতাই সহ ১৪টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬/আপডেট-১৩২১

ইউজি/এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।