ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে বর্গা চাষির পাট পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
শরীয়তপুরে বর্গা চাষির পাট পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ গ্রামে হাবিবুর রহমান বেপারী নামে এক বর্গা চাষির ১৭ মণ পাট পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ গ্রামে হাবিবুর রহমান বেপারী নামে এক বর্গা চাষির ১৭ মণ পাট পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (৩০ নভেম্বর) দিবাগত গভীর রাতে কৃষক হাবিবুর রহমান বেপারীর বাড়ির আঙিনায় এ ঘটনা ঘটে।

হাবিবুর রহমান বলেন, নিজস্ব কোন জমি না থাকায় অন্যের জমিতে বর্গা দিয়ে পরিবার নিয়ে কোন রকম জীবন-যাপন করি। এবার চাষ করে ১৭ মণ পাট পেয়েছিলাম। পাট বিক্রি করে চলতি মৌসুমে রবি শষ্য চাষাবাদের জন্য অর্থ জোগার করতে বুধবার সেগুলো মেপে বাড়ির উঠানে রাখি। কিন্তু গভীর রাতে পাটে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। টের পেয়ে আগুন নেভানোর চেষ্টা করেও কোনো রক্ষা হয়নি। এ অবস্থায় চলতি মৌসুমে রবি শষ্য চাষ করার কোন উপায় নেই।

বর্গা চাষি হাবিবুর রহমানের স্ত্রী আলেয়া বেগম বলেন, স্বামীর আয় রোজগারে ঠিকমত সংসার না চলায় ফেরী করে মহিলাদের বিভিন্ন কাপড় বিক্রি করে সংসারে হাল ধরি।
পাট বিক্রি করে ছেলের মেয়ের পরীক্ষার ফি পরিশোধ করার কথা ছিলো। কিন্তু পাটগুলো পুড়িয়ে দেওয়ায় ছেলে-মেয়েদের পরীক্ষা দেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।