ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি

মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

ঢাকা: মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে ১ ডিসেম্বরকে মুক্তিযোদ্ধা দিবস ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে শিখা চিরন্তনের সামনে এক শপথ অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে এ দাবি তুলে ধরেন কাউন্সিলের চেয়ারম্যান বীরবিক্রম হেলাল মোর্শেদ খান।

তিনি বলেন, ৪৬ বছর আগে এখান থেকেই স্বাধীনতার ঘোষণা এসেছিল। আজ এখানেই দাঁড়িয়ে ঐ মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখতে, বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম দিনকে মুক্তিযোদ্ধা দিবস হিসেবে ঘোষণার দাবি জানাচ্ছি।  

এদিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সঙ্গে সংশ্লিষ্ট উপস্থিত  মুক্তিযোদ্ধারা আগামী ১ বছরের জন্য তাদের চেতনা বজায় রাখার উদ্দেশ্যে শপথ বাক্য পাঠ করেন। শপথ বাক্য পাঠ করান কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান।

শপথ বাক্যে দেশের সার্বিক কল্যাণমূলক কাজের সহযোগিতা করা ছাড়াও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে শপথ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ মুক্তিযোদ্ধারা।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।