ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
দিনাজপুরে ১ ব্যক্তির মরদেহ উদ্ধার

দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী পোড়াপট্রি এলাকা থেকে  আবেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ী পোড়াপট্রি এলাকা থেকে  আবেদ আলী (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মাঈনুদ্দিনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবেদ আলী মাঈনুদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।

তিনি শহরের ঘাসিপাড়া এলাকার এতোয়ারী আলীর ছেলে ও বেলা বস্ত্রালয়ের সত্ত্বাধিকারী।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, আবেদ আলী ওই বাসায় একাই থাকতেন। রাতে খাওয়ার পর তিনি ঘুমাতে যান। দুপুর পর্যন্ত তার কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা তাকে ডাকতে থাকেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে আবেদের মরদেহ উদ্ধার করে।

এসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।