ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
কেরানীগঞ্জে বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে বিনামূল্যে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় এলজিএসপি-২ এর অর্থায়নে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে বিনামূল্যে মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় এলজিএসপি-২ এর অর্থায়নে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে তেঘরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী মো. জজ মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।



এসময় আরও উপস্থিত ছিলেন- তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহর চাঁন মোল্লা, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক ও ইউপি সচিব মো. জামান মিয়া।

প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন তেঘরিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
বিএসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।