ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মোহনপুরে ২ ডাকাতকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
মোহনপুরে ২ ডাকাতকে আটক করে পুলিশে দিল গ্রামবাসী

রাজশাহীর মোহনপুর উপজেলায় ডাকাতি করার সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

রাজশাহী: রাজশাহীর মোহনপুর উপজেলায় ডাকাতি করার সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।

আটক ডাকাত সদস্যরা হলেন- নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে বাচ্চু রহমান (২১) ও একই উপজেলার গণিপুর গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে হাফিজুল ইসলাম (৩৫)।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কেশরহাট-ভবানীগঞ্জ সড়কের মরগা বিল নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

রাজশাহীর মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বাংলানিউজকে বলেন, চার সদস্যের ডাকাত দল মরগা বিল এলাকায় তিনটি ভটভটি থামিয়ে যাত্রীদের টাকা-পয়সা ও মালামাল কেড়ে নিচ্ছিল।

এ সময় যাত্রীরা চিৎকার করলে গ্রামবাসী এগিয়ে গিয়ে তাদের ঘিরে ফেলেন। তখন দুই ডাকাত সদস্য পালিয়ে যায়। তবে ধরা পড়ে বাচ্চু ও হাফিজুল। পরে পুলিশে খবর দেওয়া হলে তাদের থানায় নিয়ে আসা হয়।

আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নামে মামলা হবে। এছাড়া বর্তমানে পালাতক দুই ডাকাতকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসএস/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।