ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আটক ইউপি সদস্য কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বগুড়ায় আটক ইউপি সদস্য কারাগারে

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হিরোইনসহ লিটন (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানা নামে অপর এক সহযোগী পলাতক।

বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলায় হিরোইনসহ লিটন (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মাসুদ রানা নামে অপর এক সহযোগী পলাতক।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাছউদ চৌধুরী বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে বাংলানিউজকে জানান, বুধবার (৩০ নভেম্বর) দিনগত গভীর রাতে উপজেলা বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ লিটনকে আটক করা হয়।

তিনি ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ও ভালুকাতলা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে।

এ ঘটনায় লিটনের সঙ্গে থাকা মাসুদ রানা নামে অপর এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি মোহনপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে বলে জানান ওসি।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু বাদী হয়ে দু’জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

দুপুরে ওই মামলায় আটক ইউপি সদস্যকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এমবিএইচ/‌এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।