ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে আলাউদ্দিনের মনোনয়নপত্র দাখিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
লক্ষ্মীপুর জেলা পরিষদের নির্বাচনে আলাউদ্দিনের মনোনয়নপত্র দাখিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন। 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন।  

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র জমা দিতে এসে এম আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, সুষ্ঠু, অবাদ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন হলে আমি জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হবো।

এর আগে, বুধবার (৩০ নভেম্বর) দুপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন। আজ ১ ডিসেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ ডিসেম্বর যাচাই-বাছাই। ১১ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন ও ১২ ডিসেম্বর প্রতিক বরাদ্দ।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।