ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ভ্যান চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় ভ্যান চালক নিহত

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার অরক্ষিত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় জিন্নাহ (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার অরক্ষিত রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় জিন্নাহ (৬০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

 

 
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জ-রাজশাহী সড়কের রেল ক্রসিং এ এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাহ সিরাজগঞ্জ সদর উপজেলার জারিলা পোড়াবাড়ী গ্রামের বাসিন্দা।
 
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদ ইকবাল বাংলানিউজকে জানান, বিকেলে জিন্নাহ ভ্যান চালিয়ে রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ভ্যানটির ধাক্কা লাগলে। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরই স্বজনা মরদেহ নিয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।