ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
ঝিনাইদহে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।
 

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।



আটকেরা হলেন- সদর উপজেলার কুমড়াবাড়ীয়া গ্রামের নবাই মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল (৩০) ও হরিণাকুন্ডু উপজেলার হামিরহাটি গ্রামের মজনু রহমান বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাস (৩৪)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিক হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় এক সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় শাহীনের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও সুজনের কাছ থেকে ১শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।