ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশাল তক্ষক উদ্ধার, দু’জনের কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৬
বরিশাল তক্ষক উদ্ধার, দু’জনের কারাদণ্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশালে একটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বরিশাল: বরিশালে একটি তক্ষকসহ দুইজনকে আটক করেছে ৬ মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- বরগুনা জেলার আমতলী এলাকার নাছির তালুকদার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া এলাকার বশির খলিফা।

 

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) মেট্রোপলিটন বিমানবন্দর থানাধীন রেইন্ট্রিতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।  

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ফরহাদ সরদার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানাধীন রেইন্ট্রিতলা এলাকার তিলকস্থয় অভিযান চালালে ৯ ইঞ্চি লম্বা একটি ‘তক্ষক’ উদ্ধার করা হয়। এ সময় দুইজনকে আটক করা হয়।  

বিকেলে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ৬ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ‘তক্ষক’টিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার জন্য বরিশাল সদর রেঞ্জ ফরেস্টার গাজী মো. আবুল বাসারের কাছে হস্তান্তর করা হয়।

বাংলা‌দেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ডি‌সেম্বর ০১, ২০১৬
এমএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।