ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকার বাইরে এ করেসপন্ডেন্টস মিট নজির হয়ে থাকবে

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০১ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
ঢাকার বাইরে এ করেসপন্ডেন্টস মিট নজির হয়ে থাকবে ছবি: আবু বকর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা করেসপন্ডেন্টদের নিয়ে ঢাকার বাইরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্মেলন আয়োজন সাংবাদিকতার ইতিহাসে নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেসপন্ডেন্ট চিফ অব ক‌রেসপ‌ন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ।

সিলেট থেকে: দেশের বিভিন্ন জেলা ও উপজেলা করেসপন্ডেন্টদের নিয়ে ঢাকার বাইরে বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্মেলন আয়োজন সাংবাদিকতার ইতিহাসে নজির হয়ে থাকবে বলে মন্তব্য করেসপন্ডেন্ট চিফ অব ক‌রেসপ‌ন্ডেন্টস সেরাজুল ইসলাম সিরাজ।

তিনি ব‌লেছেন, অন্যরা তাদের প্রতিনিধি সম্মেলন ঢাকায় করে।

আর বাংলা‌নিউ‌জ 'ক‌রেসপ‌ন্ডেন্টস মিট’ করছে সিলেটের মতো একটি পর্যটন নগরীতে।

এটি সাংবাদিকতার ইতিহাসে দৃষ্টান্ত হ‌য়ে থাক‌বে। ঢাকার বাইরে যে প্রতিনিধি সম্মেলন হতে পারে তা একসময় নজির হয়ে থাকবে। এটার উদাহরণ সৃ‌ষ্টি ক‌রলেন বাংলা‌নিউ‌জের এ‌ডিটর ইন চিফ। এর ধারাবা‌হিকতা ধরে রাখবে বাংলানিউজ।

শুক্রবার (২ ডিসেম্বর) সকালে এক্সেল‌সিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে বাংলানিউজের 'ক‌রেসপ‌ন্ডেন্টস মিটে' বক্তৃতা করছিলেন সিরাজ।

তিনি এ মিটে অংশ নেওয়ার জন্য করেসপন্ডেন্টদের ধন্যবাদ জানান।

প্রথমবারের মতো বিভিন্ন জেলা ও বিভাগীয় করেসপন্ডেন্টদের নিয়ে  আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপ‌স্থিত রয়েছেন বাংলা‌নিউজের এ‌ডিটর ইন চিফ আলমগীর হো‌সেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন কান্ট্রি এডিটর শিমুল সুলতানা। তিনি করেসপন্ডেন্টদের উদ্দেশে বেশ কিছু দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

ল’ এডিটর এরশাদুল আলম প্রিন্সের সঞ্চালনায় এ মিটে আরও উপস্থিত রয়েছেন সিলেটের স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট না‌সির উ‌দ্দিন, ডিভিশনাল সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন।

এ মিটে ৩২ জন জেলা ও উপজেলা করেসপন্ডেন্ট অংশ নিয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এনটি/আরবি/এসএ/এটি/এসএইচ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।