ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নাজির আখতার কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
নাজির আখতার কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল

বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার অনার্স কলেজের দাতা প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ নূরুল হোদার ২৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার অনার্স কলেজের দাতা প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ নূরুল হোদার ২৭তম মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) দুপুরের পর কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

কলেজের অধ্যক্ষ প্রফেসর শাইখ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ আব্দুল জলীল মিঞা, সাবেক উপাধ্যক্ষ রফিকুল আলম বকুল, বর্তমান উপাধ্যক্ষ আবদুর রব, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এইচএম শহীদুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস সবুর, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জহুরুল ইসলাম, প্রদর্শক (অব.) কাজী সারোয়ার জাহান প্রমুখ।
 
দোয়া মাহফিলে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।  

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা শাহানুর আলম।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এমবিএইচ/এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।