ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

শার্শায় অস্ত্র ও গুলিসহ ৩ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
শার্শায় অস্ত্র ও গুলিসহ ৩ যুবক গ্রেফতার

যশোরের শার্শা সীমান্ত থেকে দেশিয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

বেনাপোল(যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে দেশিয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০২ ডিসেম্বর) ভোর ৫টার দিকে ভারত সীমান্তবর্তী এলাকা শার্শার ডিহি ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে শার্শা থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত যুবকরা হলেন-বেনাপোলের সাদিপুর গ্রামের ইব্রাহিম খলিলের ছেলে শহিদুল ইসলাম (২৪), শার্শার রামচন্দ্রপুর গ্রামের কওছার আলীর ছেলে খোকন মিয়া (৩২) ও একই গ্রামের মৃত সোহারব হোসেনের ছেলে শিমুল হোসেন (৩৮)।

পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে কয়েকজন সন্ত্রাসী নাশকতাম‍ূলক কাজের উদ্দেশে বৈঠক করছে। এসময় তারা অভিযান চালিয়ে শার্শার রামচন্দ্রপুর গ্রাম থেকে ওই ৩ জনকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি পাইপগান ও দুই রাউন্ড শট গানের গুলি পাওয়া যায়।

শার্শা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ওই যুবকদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

এর আগেও তাদের নামে মাদকদ্রবের মামলাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

শুক্রবার দুপুরে তাদের থানা হাজত থেকে যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
এজেডএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।