ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৬
গোপালগঞ্জে প্রতিবন্ধী দিবস পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

গোপালগঞ্জ: ‘টেকসই ভবিষ্যত গড়ি, ১৭টি লক্ষ্য অর্জন করি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ১৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।

শনিবার (০৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলা প্রশাসন, সমাজ সেবা অধিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এ দিবসটির আয়োজন করে।

 

এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সমীর মল্লিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা রুহুল আমিন ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৬
এজি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।